রোগীর মাথায় আঘাতের পর কখন হাসপাতালে স্থানান্তর করতে হবে?

মাথায় আঘাত একটি জরুরী অবস্থা। অতি মৃদুশ্রেণীর আঘাত ছাড়া অন্য সব শ্রেণীর আঘাতেই রোগীকে হাসপাতালে নেওয়া উচিৎ । তবে নিম্ন লিখিত উপসর্গ গুলো দেখা দিলে জরুরী ভাবে হাসপাতালে নিতে হবে-
· জ্ঞানের মাত্রা কমতে থাকলে
· অস্বাভাবিক আচরণ করতে থাকলে
· মাথা ব্যথা তীব্র থেকে তীব্রতর হতে থাকলে
· কথা জড়িয়ে গেলে
· হাত/পায়ের অনুভূতি কমে গেলে
· ক্রমাগত বমি হতে থাকলে
· চোখের মণির আকার পরিবর্তন হতে থাকলে
· আঘাত প্রাপ্ত স্থান ফুলে গেলে
মাথায় আঘাতের ঝুঁকি থেকে বাচতে আমাদের কি কি সতর্কতা অবলম্বন করা উচিৎ?
· বয়স্ক ব্যক্তি যাদের হাটা চলার সমস্যা আছে, তাদের হাটা চলার সময় লাটজি ব্যবহার করা উচিৎ অথবা একজন সার্বক্ষণিক সংগীথাকা আবশ্যক।
· গর্ভবতী মহিলাদের চলা ফেরায়, বিশেষত পিচ্ছিল জায়গায় (যেমনঃবাথরুম) চলাচলে সতর্কতা অবলম্বন জরুরী।
· কনস্ট্রাকশন সাইটে কাজ করার সময় মাথা হেলমেট পরতেহবে।
· মোটর সাইকেল চালানোর সময় হেলমেট পরিধান আবশ্যক
· ক্রিকেট সহ অন্যান্য খেলায় হেলমেটের ব্যবহার নিশ্চিতকরা।

Click to Chat
  • Call us: 01717-015031
  • Scroll to Top